স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত-Quran and Hadis

স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত!


স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত!


স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত! স্বপ্নে যদি আপনি বিয়ে করতে দেখেন অথবা নামাজ পড়তে দেখেন তাহলে ইসলামের বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা আমাদের জানা অত্যন্ত জরুরী।

স্বপ্ন ঘুমের ঘরে এক চিন্তা চিন্তা হলেও স্বপ্ন আপনার ভবিষ্যৎ। এইসব স্বপ্নের কোন বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে।

স্বপ্নের কথা বলা নিয়ে রাসুল (সা.) যা বলেছেন


দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে। যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত। বাস্তবতার সাথে এর কোন মিল নেই। তবে ইসলামের জ্ঞান সম্পন্ন আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তাদের বক্তব্য হলো স্বপ্নই মানুষের ধারণাপ্রসূত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- স্বপ্ন তিন প্রকার
  1. রুহিয়া হে সালেহা বা ভাল স্বপ্ন যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন সুসংবাদ হিসেবে যা বিবেচ্য।
  2. রুহিয়া হে শায়াতিন যা শয়তান কর্তৃক প্রতারণামূলক স্বপ্ন
  3. রুইয়া হে নাফসানি  তথা মানুষের চিন্তা চেতনার কল্পনা চিত্র


এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ভয় বা খারাপ স্বপ্ন দেখে তা হলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাড়িয়ে যায়। নবীজী বলেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের এক ভাগ। স্বপ্ন সত্য হতে পারে যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে। তাহলে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হতে পারে। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখা তাহলে তার আশা পূরণ হবে। ইনশাআল্লাহ।

স্বপ্নে নামাজ পড়িতে দেখার ব্যাখ্যা 


যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে তার মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হবে। যদি নামাজ কোন বড় জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা হয়েছে। ইনশাআল্লাহ।

স্বপ্নে কোন নারীকে দেখলে কী হয়


যদি কোন পুরুষ স্বপ্নে কোন নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হতে পারে। সবশেষে বলতে চাই মহান আল্লাহ তায়ালা সঠিক বলতে পারেন। উপরোক্ত স্বপ্নের বাস্তবতা এমনই হবে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।

52 Comments

  1. স্বপ্নে নামাজ পড়তে দেখলে যে তার মৃত্যু খুব নিকট, এ কথার দলিল কি?

    ReplyDelete
    Replies

    1. যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে তার মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন

      Delete
    2. এটা আবার কেমন কথা যে স্বপনে নামাজ পড়তে দেখলে মরন হবে।??

      Delete
    3. এসব তাদের মন গড়া কথা

      Delete
    4. এসব তাদের মন গড়া কথা

      Delete
    5. কোন হাদিসে এই কথা টি বলা আছে

      Delete
    6. আজ আমি সপ্নে দেখলাম যে আমাদের মাদ্রাসার ক্লাসে আমি জুমার নামাজ পড়তেছি একলা তার ব্যাখ্যা কি

      Delete
    7. সপ্নে নামাজ পড়া দেখলে মৃত্য সন্নিকটে, আবার বলছে আল্লাহ ভালো যানেন। তাহলে আগবাড়ায় আপনারা লিখতে গেলেন কেন? সপ্নের যে ব্যাক্ষা আপনারা দিলেন তা কেবল ফেৎনা ছড়ানো ছাড়া কিছুই না।

      Delete
  2. স্বপ্নে নামাজ কাযা হতে দেখলে কি হয়?

    ReplyDelete
  3. আজ আমি নামাজ পড়েছি

    ReplyDelete
  4. আমি স্বপ্নে দেখেছি আমি পুর্ব দিকে ফিরে ফজর নামায আদায় করেছি। মনের ভুলে। নামায শেষ হওয়ার পরে বুঝতে পারি যে আমি পশ্চিম নয় পুর্ব দিকে ফিরে আদায় করেছি। এটি কি অর্থ বহন করে।

    ReplyDelete
    Replies
    1. এর অর্থ হলো আপনি ধর্মের দিকে উদাসীন । আল্লাহ আপনাকে নবীর সুন্নাহ পালনের নির্দেশ দিয়েছেন। আপনি সব কাজে হাদীস থেকে পড়ে নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করবেন , নামাজ ছাড়বেন না ।নামাজ সিজদাহ বেশি সময় করবেন

      Delete
  5. thank you so much for your kind Information

    ReplyDelete
  6. ভাল সপ্নকি মৃত্যুহয়?মন গডা কথাবলেন কেন??

    ReplyDelete
    Replies
    1. sir eta just dharona kora hoise.r geani bektigon tader reference diyechen

      Delete
    2. Tar kotha ta ki bojhen ni se boleche soye namaj porle mittor asonka hobe dariye namaj porle noy

      Delete
    3. ওসব ভন্ড কথায় কান দেবেন না।

      Delete
  7. আমি স্বপ্নে দেখলাম নামাযের শেষ রাকাতে রুকু দিয়ে সেজদায় যাওয়ার সময় ঢলে আমি পড়ে গেলাম মনে হচ্ছিলো আমি মারা যাচ্ছি আর তখন আমি লা-ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়তেছি😭

    ReplyDelete
    Replies
    1. আপনার মুমিন হওয়ার লক্ষণ

      Delete
    2. পড়ে কি হল

      Delete
  8. আমি স্বপ্নে আমার পাশে বসে একজন পুরুষকে নামায পড়তে দেখেছি
    আমি অবিবাহিত মেয়ে

    ReplyDelete
    Replies
    1. sotty emon hole poramorsho dite cay

      Delete
    2. আমিও ওই স্বপ্ন দেখেছি
      এর তাদবির কি হতে পারে?

      Delete
    3. নেককার স্বামী পাওয়ার লক্ষণ।

      Delete
  9. আমার মা ১ বছর মারা গেছে।গত কাল রাতে সপ্নে তাকে নামাজ ও কুরান পড়তে দেখেছি।এই সপ্নের ব্যাখ্যা দিতে পারবেন কি?

    ReplyDelete
    Replies
    1. আমিও আপনার এই স্বপ্নের ব্যাখ্যা চাই।

      Delete
    2. ইনশাআল্লাহ এটা খুব ভালো একটি চিহ্ন হতে পারে।
      আপনার আম্মার বেপারে।

      Delete
    3. ei bishoye nikotostho hujurer kase jete paren......

      Delete
  10. দেখেছি আমি পুর্ব দিকে ফিরে ফজর নামায আদায় করেছি। মনের ভুলে। নামায শেষ হওয়ার পরে বুঝতে পারি যে আমি পশ্চিম নয় পুর্ব দিকে ফিরে আদায় করেছি। এটি কি অর্থ বহন করে।

    ReplyDelete
    Replies
    1. আমারও এমন টস হইছে

      Delete
  11. ২য় রমজানে ফজর নামাজের পর ঘুমালাম,তারপর রোজা এবং ঘুমন্ত অবস্থায় আমি শুয়ে নামাজের তকবির দিয়ে নিয়ত বাধলাম।হঠাৎ ঘুম ভাঙ্গার পর দেখি আমি সোজা শুয়ে আছি যেভাবে নামাজে দাড়াই আর আমার দুহাত নামাজ পড়ার ন্যয় নাভীর ওপর ছিলো।এই স্বপ্নের ব্যাখ্যা কি.?

    ReplyDelete
  12. আমি স্বপ্নে দেখলা,,, সবাই জামাতে নামাজ পড়ছে দক্ষিনমুখী হয়ে মাঠে নামাজ পড়তেছে,আমি তাদের সামনে সিড়িতে বসা।
    তাদের নামাজ পড়তে দেখে আমিও সিড়িতেই পশ্চিমমুখে নামাজ পড়া শুরু করলা,, কখনো বসে কখনো দাড়িয়ে।

    তারপর আম্মু এসে ডাক দিল,,জেগে দেখি আসরের নামাজের জামাতের সময় চলে গেছে একু আগে।

    এটার কি ব্যাখা হতে পারে?

    ReplyDelete
  13. আমি স্বপ্নে দেখি অনেক মসজিদে নামাজ আদায় করতেছি।। কিন্তু আজকে একটু আলাদা স্বপ্নে দেখেছি।। আজকে দেখি সব মুছুল্লির গায়ে সাদা কাপড় পড়া। এই স্বপ্নের ব্যাখ্যা কী??? আর নামাজটা ছিলো শুক্রবারের জুমার। ২ রাকাতের মাঝে শেষ রাকাত ছিলো।। আমি তাড়াহুড়া করে নিয়ত বাধলাম এবং ছানা পাঠ করলা।।

    ReplyDelete
  14. Ami deklam onno akjon namaz porce ai tar. Mane ki

    ReplyDelete
  15. স্বপ্নে দক্ষিণ দিকে দাড়িয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ পরতে দেখলে কি হয়?

    ReplyDelete
    Replies
    1. এটার অর্থ হলো আপনার নামাজের প্রতি আরো মনোযোগ দেওয়া দরকার

      Delete
  16. shopne jodi poribarer sathe namaz aday korte dekha hoy tahole ki hoy?

    ReplyDelete
  17. স্বপ্নে দক্ষিন দিক হয়ে নামজ পড়তে দেখলে কি হয়...?

    ReplyDelete
    Replies
    1. স্বপ্নে কোনো ব্যাক্তিকে বসে উত্তরদিকে মুখ করে নামাজ পড়াতে দেখলে , এর ব্যাখা কি হতে পারে? 🥺

      Delete
    2. amader post ti valo vabe poren..asha korsi ans peyen jaben inshaAllah

      Delete
  18. আমার স্ত্রী স্বপ্নে দেখলো, আমরা উভয়েই দাঁড়িয়ে সালাত আদায় করছি এবং আমি আমার স্ত্রীকে বলছি কিয়িমত এসে গেছে।এই স্বপ্নের ব্যাখ্যা কি?

    ReplyDelete
  19. আমি অজু করে পশ্চিম দিক হয়ে দারিয়ে নামায পরতে দেখেছি.. পরপর দুই বার একই দিনে

    ReplyDelete
    Replies
    1. আপনার মনে কোনও বড়ো আশা থাকলে তা দ্রুত পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ৬ মাস আগের পোস্ট, তাই বর্তমান অবস্থা ও স্বপ্নের সাদৃশ্য জানাবেন।

      Delete
  20. আমি স্বপ্নে দেখেছি হজ্জ করতে যাচ্ছি এরকম দুবার দেখেছি
    এবং নামাজ পড়তে দেখি পশ্চিম দিকে দাড়িয়ে এটা ওহ দুবার দেখছি

    ReplyDelete
  21. আমি বড় জামায়াতে নামাজ আদায় করেছি, কিন্তু নামজে বেশি মনোযোগী ছিলাম না, বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছি, আল্লাহ মাফ করুক, এর ব্যাখ্যা কি? জামায়াতে নামাজ কিন্তু অমনোযোগী ছিলাম

    ReplyDelete
    Replies
    1. Allah apnake r o valo hoear jonno hoyto Tagidh dicche....Allah shobcheye valo janen.....

      Delete
  22. আমি স্বপ্নে কিবলা মুখি হয়ে মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, এর ব্যাখ্যা কি?

    ReplyDelete
  23. আমি সপনে দেখলাম আমরা তিনজন জুম্মার নামাজ পডতে পারি নাই।

    ReplyDelete
Previous Post Next Post