মেয়েকে ৬ টুকরা করার পর, বাবাকে ফোন করে ১২ টুকরা করে হত্যার হুমকি | Chattogram
মেয়েকে ৬ টুকরা করার পর, বাবাকে ফোন করে ১২ টুকরা করে হত্যার হুমকি | Chattogram | - মেয়েকে ৬ টুকরা করার পর, বাবাকে ফোন করে ১২ টুকরা করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পোড়ীবাড় থেকে। এর পর থেকে প্রশ্ন উঠেছে নিঃসঙ্গ এই হত্যাকাণ্ডের সাতে জড়িতদের নিয়ে। তথ্যটি পিভিআই কে জানানো হলে আয়াত এর বাবা সেলিম রনি ক হত্যা মামলা করার পরামর্শ দিয়েছিলেন পুলিশ।
তবে বিষয়টির পর আতঙ্কের দিন পার করসেন নিহতর বাবা। চট্টগ্রাম প্রথিনিধির পাঠানোর তথ্য অনুযায়ী - চট্টগ্রাম বন্দর টিলার এলাকার বাবা মার সঙ্গে নিজ বাড়িতে হেসে খেলে বড় হচ্ছিল ৫ বছরের ছোট শিশু আয়াত। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা। গত ১৫ই নভেম্বার বাসা থেকে আরবি পরার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আয়াত। ১০দিন পর রহসের ঝড় তোলে।
পুলিশ জানায় মুক্তিপণের জন্য অপহরন করে শিশু আয়াতকে ৬ টুকরা করে নালায় ফেলে দিয়েছে তাদের সাবেক ভাড়াটিয়া ১৯ বছরের যুবক আবির রানা। হত্যাকারীর তথ্য দেওয়ার ভিত্তিতে লাশের কয়েক অংশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত আবির ও তার বাবা মা রিমান্ডে আছে। এরেই মধ্যে আয়াতের বাবাকে মুঠো ফোনে কয়েকবার হত্যার হুমকি দিয়েছে।
মেয়েকে ৬ টুকরা করার পর, বাবাকে ফোন করে ১২ টুকরা করে হত্যার হুমকি
কে বা কারা আয়াতের বাবকে ১২ টুকরা করার হুমকি দিয়ে যাচ্ছে । এই অবস্থায় বিষয়টি পিভিয়াই কে জানানো হলে থানায় মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। শিশু আয়াতকে হত্যা করার পর তার পরিবারকে হত্যা করার হুমকির পর প্রশ্ন উঠেছে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এর সাথে জরিতদের বিষয়। দ্রুত হত্যাকারী ও এর সাথে জরিতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার আদেশ দিয়েছেন পিভিয়াই।
news collection